Wellcome to National Portal
Main Comtent Skiped

Recent Works

সাম্প্রতিক বছরসমূহের প্রধান অর্জনসমূহ:

৩১ডিসেম্বর ২০২৪ পর্যন্ত নোয়াখালীতে বাজার অভিযান পরিচালিত হয়েছে ১,২৩০টি যেখানে ২,৪৬৪টি প্রতিষ্ঠানকে ১,৮১,৭৪,৪০০ টাকা জরিমানা করা হয়েছে। যেখানে জেলা পুলিশ, সিভিল সার্জন অফিস ও অন্যান্য দপ্তর সহযোগিতা করেন। অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে এ সকল জরিমানা করা হয়। আর ভোক্তাদের কাছ থেকে প্রাপ্ত ৩৯৬টি অভিযোগের মধ্যে ৩৮৩টি নিষ্পত্তি করে। প্রমাণিত অভিযোগে ৯৮টি প্রতিষ্ঠানকে ৭,৫৩,০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তারা প্রণোদনা হিসেবে পেয়েছেন ১,৮৮,২৫০ টাকা।

এছাড়াওসাম্প্রতিক বছরগুলোতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয় জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে নিয়মিতভাবে বাজার তদারকিমূলক কার্যক্রম পরিচালনা, অভিযোগ নিষ্পত্তি, গণশুনানী আয়োজন, সচেতনতামূলক সভার আয়োজন, লিফলেট, প্যাম্পলেট, পোস্টার/স্টিকার, ক্যালেণ্ডার বিতরণ ও সেমিনার আয়োজন করে আসছে। নোয়াখালী জেলা কার্যালয় কর্তৃক এ পর্যন্ত ৮০টি সেমিনার, ৯৪ সচেতনতামূলক সভার আয়োজন করেছে। এ পর্যন্ত নোয়াখালী জেলা কার্যালয়ের উদ‌্যোগে ১,৮৭,৩৯,১৫০ টাকা ননট‌্যাক্স রেভিনিউ হিসেবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ সময়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৫০,৯৫০টি লিফলেট; ৫০,৮৫০টি প্যাম্পলেট, ৪,৫৪৮ টিস্টিকার এবং ৫০০টি ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে।